‘শ্রীলঙ্কার সরকারের চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত ক্রিকেট বোর্ড’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

সীমাহীন দুর্নীতির কারণে দেউলিয়া হয়ে পড়েছে শ্রীলঙ্কা। দুর্নীতির সাগরে হাবুডুবু খেয়ে পালিয়ে বাঁচার চেষ্টায় রয়েছে শ্রীলঙ্কার সরকার। তবে শ্রীলঙ্কার সরকারের চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত সংস্থা আছে দেশটিতে, এমনটাই জানালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপে রানাতুঙ্গার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। যা পুরো দেশকেই ভাসিয়েছিলে আনন্দ-উল্লাসে। এরপর ২০১৪ পর্যন্ত সময়েও বেশ ভালোভাবেই এগিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট। বিশেষ করে ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে রানার্স ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তারই সাক্ষ্য দেয়।

কিন্তু ২০১৪ সালের পর থেকে শুধু নিচের দিকেই নেমেছে শ্রীলঙ্কার ক্রিকেট। বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ অথবা যেকোনো দ্বিপাক্ষিক সিরিজ- রীতিমতো আন্ডারডগ হিসেবেই খেলতে হয় লঙ্কানদের। আইসিসির সবশেষ র‍্যাংকিং আপডেটে টেস্টে সপ্তম, ওয়ানডেতে অষ্টম ও টি-টোয়েন্টিতে নবম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পেছনে ক্রিকেট বোর্ডের দুর্নীতিকেই দায় দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা। ভারত সফরে কর্ণাটকের অলিম্পিক ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘(শ্রীলঙ্কার ক্রিকেটের) পুরো বিষয়টি হলো অব্যবস্থাপনার, অপেশাদারত্বের। যে কারণে এই সংকট দেখা দিয়েছে। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা ক্রিকেট বোর্ড।’

তিনি আরও যোগ করেন, ‘তারা সবকিছু নষ্ট করে ছেড়েছে। ক্রিকেট যারা চালাচ্ছে, সেখানে কোনো পেশাদার ব্যক্তি নেই। এটি সরকারের চেয়েও বাজে। ক্রিকেটে আমাদের অনেক ভালো খেলোয়াড় তৈরি হয়। কিন্তু তাদের ঠিকভাবে যত্ন নেওয়া হয় না। এটি অনেক বড় ইস্যু। ক্রিকেটের নির্বাচনে গেলে দেখবেন ১৪৩-১৪৪ ভোট আছে। সবগুলোই ঘুসের ওপর চলে।’

গত কয়েক বছরের দুরাবস্থার কথা উল্লেখ করে রানাতুঙ্গা আরও বলেন, ‘যারা ক্রিকেট পরিচালনা করছে ২০১৫ সালের পর সব গুবলেট পাকিয়ে ফেলেছে। আমি সবসময় ভাবতাম একজন যোগ্য ক্রীড়ামন্ত্রী এসে সবকিছু ঠিক করবেন। কিন্তু সবসময় চোর আসে এবং জায়গাটা দখল করে। এটি অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে।’

 

সূত্রঃ জাগো নিউজ