শ্রীমঙ্গলে মেছোবাঘের বাচ্চা প্রসব

সিল্কসিটি নিউজ ডেস্ক:

শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচার মধ্যে একটি মেছোবাঘ বাচ্চা প্রসব করেছে। মেছোবাঘটি এ নিয়ে চতুর্থবারের মতো বাচ্চা দিয়েছে। এবারের একটিসহ ৪ বার ৬টি বাচ্চা দিল বাঘটি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মা মেছোবাঘ ও তার বাচ্চাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগর, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্রা হরিণ, সোনালি বিড়াল, কালেম পাখি, বন মোরগসহ বিভিন্ন বন্যপ্রাণী স্বাভাবিক প্রজননের মাধ্যমে বংশবিস্তার  করে আসছে। তিনি বলেন, মেছোবাঘের বাচ্চাটি বড় হলে বন বিভাগের  তত্ত্বাবধানে লাউয়াছড়া বা সাতছড়ি ন্যাশনাল উদ্যানে অবমুক্ত করা হবে।

সূত্র:যুগান্তর