শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন-উল-মুলককে বরখাস্ত করা হয়েছে।

 

নাশকতার মামলায় দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় মহসিনকে বরখাস্ত করা হয়।

 

গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত ১৪২৫ নম্বর স্মারকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

 

বিষয়টি জানিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম।

 

আদেশের কথা উল্লেখ করে ইউএনও বলেন, সাতক্ষীরা সদর থানায় ২০১৪ সালের ১৩ জানুয়ারি মহসিন-উল-মুলকের বিরুদ্ধে নাশকতার একটি মামলা হয়। এ মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত ওই অভিযোগপত্র গ্রহণ করায় তাঁকে বরখাস্ত করা হয়।

 

মহসিন-উল-মুলক মূলত শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

 

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নেতা আবদুল বারীকে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর নাশকতার মামলায় বরখাস্ত করা হয়। এর পর থেকে ভাইস চেয়ারম্যান মহসিন-উল-মুলক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সূত্র: এনটিভি