শ্বশুড়বাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ, রেল লাইনের পাশ থেকে ৭ মাস পর উদ্ধার

সিল্কসিটি নিউজ ডেস্ক:

রাজবাড়ীতে শ্বশুড়বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ৭ মাস পর গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ । উদ্ধারের পর আজ মঙ্গলবার দুপুরে তাকে রাজবাড়ী আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য আনা হয়।

পাংশা থানা সুত্রে জানা গেছে, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের শ্বশুরবাড়ী থেকে ওই গৃহবধূ গত ফেব্রুয়ারি হঠাৎ করেই নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি জানাজানি হলে বিষয়টি নিয়ে ওই গৃহবধূর মা বাদি হয়ে শ্বশুর ও দেবরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দীর্ঘদিন পার হলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে গতকাল সোমবার সন্ধ্যায় পাংশা শহরের নারায়নপুর এলাকার রেল লাইনের পাশের একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, একজন অপরিচিত লোক তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে বিভিন্ন স্থানে প্রায় ৭ মাস ধরে আটকে রাখে। তবে সে তাকে চিনে না বলে জানিয়েছে ওই গৃহবধূ। তবে এ ঘটনার সত্যতা বের করার চেষ্টা চলাচ্ছে পুলিশ।

সূত্র : আমাদের সময়