বৃহস্পতিবার , ৭ জুলাই ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শোলাকিয়ার কাছে পুলিশ-দুর্বৃত্ত লড়াইয়ে নিহত ৪

Paris
জুলাই ৭, ২০১৬ ২:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন আজিমুদ্দিন হাইস্কুলের পাশে দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও এক দুর্বৃত্তসহ চার জন নিহত হয়েছেন। নিহত অপরজন স্থানীয় এক নারী। এ ঘটনায় ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে ৩ হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাদের একজন আহত।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঈদুল ফিতরের নামাজ চলাকালে বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও বোমা নিয়ে কর্তব্যরত পুলিশের ওপর এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুলিশের ওপর হাত বোমা ছোঁড়ে হামলাকারীরা। পরে পুলিশ প্রতিরোধ গড়লে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহতাবস্থায় এক দুর্বৃত্তসহ ৩ হামলাকারীকে আটক করে পুলিশ।

নিহত দুই পুলিশ কনস্টেবল হলেন জহুরুল ও আনসার উল্লাহ।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম দুই পুলিশ কনস্টেবলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, কনস্টেবল জহিরুলের মৃত্যু হয় ঘটনাস্থলে। আর মাথায় গুলিবিদ্ধ আনসার উল্লাহ‘র মৃত্যু হয় বেলা ১২টার দিকে ময়মনসিংহ সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে।

গুরুতর আহত ৬ পুলিশ সদস্যকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে, পরে সেখান থেকে ময়মনসিংহ সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

পরে আহতদের নিয়ে বেলা সোয়া ১২টার দিকে একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন-কনস্টেবল জুয়েল, মশিউর, প্রশান্ত, রফিকুল ও  তুষার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নয়ন।

কিশোরগঞ্জের এডিসি (সার্বিক) তরফদার আক্তার জামিল জানান, আহত অবস্থায় আটক হামলাকারীর নাম আবু মুক্তাদিন। তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাটে। অপর হামলাকারীর জাহিদুল হক। তার বাড়ি কিশোরগঞ্জেই।

বর্তমানে ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সূত্র: বাংলানিউজকে

সর্বশেষ - জাতীয়