শেষ মুহূর্তে গোল করে দলকে বাঁচালেন রোনালদো

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কাতার বিশ্বকাপের পরপরই সৌদি ক্লাবে নাম লেখান পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে প্রথম দুই ম্যাচ খেলে গোলের দেখা পাননি তিনি, তাঁর দলও বাদ পড়ে সৌদি সুপার কাপ থেকে। তবে ‘গোলমেশিন’ রোনালদো কতদিনই বা গোলহীন থাকবেন! আল নাসরের জার্সিতে তৃতীয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন সিআরসেভেন, দলকে বাঁচিয়েছেন হারের লজ্জা থেকে।

সৌদি আরবের প্রো লিগের ম্যাচে শুক্রবার রাতে আল ফাতেহর মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচের ১২তম মিনিটে সাবেক বার্সেলোনা তারকা ক্রিস্তিয়ান তেল্লো গোল করে আল ফাতেহকে এগিয়ে দেন। ২৩তম মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় রোনালদোর গোল। ৪২তম মিনিটে অ্যান্ডারসন ত্যালিস্কার গোলে সমতায় ফেরে আল নাসর।

বিরতির পর ফের পিছিয়ে পড়ে রোনালদোর দল। ৫৮ মিনিটে গোলটি করেন সোফিয়ান বেন্দেবকার। তবে ম্যাচে একেবারে শেষ মুহূর্তের পেনাল্টি পেয়ে যায় আল নাসর। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ ড্র করান রোনালদো। আল নাসরের হয়ে এটিই রোনালদোর প্রথম গোল।

ড্রয়ের পরও প্রো লিগের শীর্ষ স্থান ধরে রেখেছে আল নাসর, ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা আল শাবাবের পয়েন্টও ৩৪। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে শাবাব।

সূত্র: কালের কণ্ঠ