শেষের রোমাঞ্চে জিতল চট্টগ্রাম আবাহনী

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

কুমিল্লায় রোমাঞ্চ ছড়িয়ে জিতল চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। যদিও শেষ রক্ষা হয়নি স্বাধীনতা ক্রীড়া সংঘের। কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার স্বাধীনতাকে ৩-২ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী।

শুরুর ৪৫ মিনিটে গোল করতে পারেনি কোনো দল। ৭৬ মিনিটে ডেডলক ভাঙে চট্টগ্রাম আবাহনী। ক্যান্ডি আগবানের গোলে লিড পায় মারুফুল হকের দল। তবে মিনিট দুয়েক বাদেই সমতায় ফেরে স্বাধীনতা। গোল করেন সাব্বির হোসেন। ৮৫ থেকে ৮৮- এই চার মিনিটের মধ্যে পিটার থ্যাংকগডের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম আবাহনী। ৯০ মিনিটে স্বাধীনতার হয়ে ব্যবধান কমান বিশাল দাস।

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জে উত্তর বারিধারার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচের ২৭ মিনিটে দিদারুল আলমের কাছ থেকে বল পেয়ে মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেন সোমা ওতানি। ৬৮ মিনিটে উত্তর বারিধারাকে সমতায় ফেরান আইভরি কোস্টের ফরোয়ার্ড ইউসুফ বাম্বা।

১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। ১১তম হারের স্বাদ পাওয়া স্বাধীনতা সংঘ আছে তলানিতে। ৮ পয়েন্ট এগারতম অবস্থানে মুক্তিযোদ্ধা। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উত্তর বারিধারা। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।

 

সূত্রঃ কালের কণ্ঠ