শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় কিউই বোলিং লাইনআপ ধসিয়ে দেন শুভমান। আজ ইনিংস ওপেন করতে নেমে শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ১৪৯ বল মোকাবেলা করে ১৯টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ২০৮ রান করেন শুভমান।

এছাড়া ৩৮ বলে ৩৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৬ বলে ৩১ রান করেন সুরাইয়া কুমার যাদব। ৩৮ বলে ২৮ রান করেন হার্দিক পান্ডিয়া।

বুধবার রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুভমানের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানের পাহাড় গড়ে ভারত।

রাজিব গান্ধী স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে এদিন দ্বিতীয় সর্বোচ্চ রান করে ভারত। এর আগে ২০০৯ সালে এই স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ৩৫০/৪ রান করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।