বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শীতে জেল্লাদার ত্বক চাই ? রইল কিছু টিপস

Paris
জানুয়ারি ৯, ২০২০ ১:৫০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শীতকাল মানেই ত্বকের যত্ন নেওয়া বিশেষভাবে প্রয়োজন ৷ তৈলাক্ত ত্বকও এই সময় শুষ্ক হয়ে যায়। আর ত্বক যদি শুষ্ক হয়ে যায় তার জেল্লা চলে যায়। তাই গোটা শীত জুড়েই ত্বকের যত্ন নেওয়া উচিৎ। হাতের কাছে রাখুন কয়েকটি টিপস।

১. দীর্ঘ ক্ষণ এসি-তে বসে কাজ করেন ? তা হলে সময় করে অন্তত ২-৩ বার মুখ ধুয়ে নিন।

২.  আপনার ত্বক কেমন আগে তা বুঝে নিন। সেই মতো যত্ন নিন ৷

৩. মুখের চামড়া নরম হয়। স্ক্রাব দিয়ে বেশি না ঘষাই উচিৎ।

৪. সানস্ক্রিন লাগানোর সময় তাতে এক ফোঁটা জল মিশিয়ে নিন। এতে ঘাম হবে না। আবার জল এমনিতেই ময়শ্চারাইজার। তাই উপকার পাবেন।

৫. শুধু সানস্ক্রিনই নয়, মুখে যে ক্রিমই ব্যবহার করুন না কেন, তাতে একটু জল মিশিয়ে নেবেন। ত্বক নরম থাকবে।

 

৬. কসমেটিকস ব্যবহারের ক্ষেত্রে কিছু কথা মাথায় রাখবেন। সে সবের উপাদান ১০০ শতাংশ হার্বাল হলেই ভাল।

৭. যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা চারকোল এবং পার্ল ফেসওয়াশ ব্যবহার করুন। এতে তৈলাক্তভাব কিছুটা হলেও কমে।

৮. সময় পেলে ঘরোয়া টোটকাও ট্রাই করে দেখতে পারেন। যেমন, ত্বক শুষ্ক হলে পাকা পেঁপে, ৩-৪ চিমটে কফি ও গুঁড়ো দুধের প্যাক তৈরি করে মুখে লাগান। পাকা কলা ও মধুর প্যাকও শুষ্ক ত্বকের জন্য ভাল। অলিভ অয়েল ও মধুর প্যাকও শুষ্ক ত্বকে কাজ দেয়। তৈলাক্ত ত্বক হলে আদার রস, মধু, লেবু এবং চালের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে লাগান।

৯. তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা বেশি। নিয়ম করে চিরতার জল খেলে তা অনেকটাই কমে।

সর্বশেষ - লাইফ স্টাইল