রাজশাহীতে ‘শিশু বিবাহ’ ঠেকাতে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সমাবেশে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিশু বিবাহের কূফল নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ইউনিসেফ-এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংগঠন এসিডি এই কর্মসূচির আয়োজন করে।

এসময় প্রধান শিক্ষক মো. একরামুল হক শিশু বিবাহের ক্ষতিকর দিক সকলের সামনে তুলে ধরেন। একই সাথে মাদক ও স্মার্ট ফোনের খারাপ দিক নিয়েও তিনি আলোচনা করেন।

প্রধান শিক্ষক বলেন, শিশু বিবাহ আমাদের সমাজের এক অভিশাপ। এই অভিশাপ দুর করতে হবে। আর তাই সবাইকে সচেতন হতে হবে। শুধু নিজে নয়, পরিবারের সাথে শিশু বিবাহের ক্ষতিকর দিকসহ টেকসই উন্নয়ন লক্ষ্য নিশ্চিতে শিশু বিবাহ প্রতিরোধ করতে সকলের প্রতি আহ্বান জানান।

প্রাত্যহিক সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা ‘শিশু বিবাহকে-না’ শীর্ষক লাল কার্ড উপস্থাপন করেন। শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ উপস্থাপন করেন এসিডি’র উপজেলা কো-অর্ডিনেটর জুলেখা খাতুন। এসময় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামীম, এসিডি কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জি/আর