সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিরোপা জিতেই দি মারিয়ার বিদায়

Paris
জুলাই ১৫, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার আনহেল দি মারিয়া। কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে লাওতারো মার্তিনেজের অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তারা। ফলে ট্রফিতে চুমু দিয়েই ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই তারকা উইঙ্গার।

দি মারিয়া ২০০৮ অলিম্পিকের পর ২০২১ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও একই বছরের ফিফা বিশ্বকাপ ফাইনালেও গোল করেন। তিনি জাতীয় দলের হয়ে মোট ১৪৫ ম্যাচ খেলেছেন।

২০০৭ সালের দি মারিয়া আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতেন। টুর্নামেন্টে ৩ গোল করে টানা দ্বিতীয় শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। এরপর ২০০৮ সালের অলিম্পিক দিয়েই শুরু দি মারিয়ার ‘ম্যান অব ফাইনাল’ হয়ে ওঠা। হুয়ান রোমান রিকেলমে, মেসি, সের্হিও আগুয়েরো, হাভিয়ের মাসচেরানোদের নিয়ে গড়া দলে দি মারিয়ার পা থেকে আসে স্বর্ণপদক জেতানো গোল।

২০২১ সালে ব্রাজিল আসর দিয়ে দীর্ঘ ২৮ বছরের গেরো খোলে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারায় মেসির দল। আগুয়ান এদেরসনের মাথার ওপর দিয়ে করা চিপ শটে জাল খুঁজে নেওয়া দি মারিয়া। যেমনটা করেন ২০০৮ সালের অলিম্পিকস ফাইনালেও।

ইউরো চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে পরের বছর ফিনালিসিমায় ৩-০ গোলের সহজ জয় পায় আর্জেন্টিনা। দ্বিতীয় গোলটি করেন দি মারিয়া। ওই বছরের ফিফা বিশ্বকাপেও এর পুনরাবৃত্তি ঘটান দি মারিয়া। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ডাইভ দেওয়া উগো লরিসের শরীরের ওপর দিয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডার। পর অনেক নাটকীয়তার পর দীর্ঘ ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে আর্জেন্টিনা। আরও একবার ফাইনালে গোল করে নিজেকে এই সাফল্যের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেন দি মারিয়া।

বিশ্বকাপ জেতার পরই অবসর নিতে চেয়েছিলেন দি মারিয়া। মেসি তখন পরামর্শ দেন বিশ্ব চ্যাম্পিয়ন বেশে আরও কিছু দিন খেলে যাওয়ার। বন্ধুর কথা রেখে অবসরের ভাবনা দূরে ঠেলে দেন দি মারিয়া। তবে গত বছর জানিয়ে দেন, ২০২৪ কোপা আমেরিকার পর আর জাতীয় দলের হয়ে নামবেন না তিনি।

 

 

সর্বশেষ - খেলা