শিবগঞ্জে ২৫০ অসহায় পরিবারে হাসি ফুটালো প্রচেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ 

চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শাহাবাজপুর ইউনিয়নে প্রথম পর্যায়ে ২৫০ টি পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছে শিক্ষা ও সচেতনতা মূলক সংগঠন ‘প্রচেষ্টা’।

বুধবার থেকে এ বিতরণ কর্মসূচি শুরু হয়ে শুক্রবার শেষ হয়। পর্যায়ক্রমে প্রচেষ্টার এ ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে।

উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে সার্বক্ষণিক সহযোগীতা করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্র বৃন্দ।

উক্ত প্লাটফর্মটি সূচনালগ্ন থেকেই তত্বাবধানে আছেন মেডিকেল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ। এ কর্মসূচিতে অার্থিক সহযোগীতার হাত বাড়িয়েছেন অত্র ইউনিয়নের বিভিন্ন পেশায় কর্মরত চাকুরিজীবী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরাও। উপহার সামগ্রীতে রয়েছে ৯ ধরণের খাদ্য সামগ্রী। যার মধ্যে চাল ৭ কেজি, আলু-২ কেজি, আটা-২ কেজি, ডাল -৫০০ গ্রাম,তৈল, সেমাই- চিনি, সাবান প্রমুখ। মোট ১৩ কেজি পণ্য রয়েছে।

এদিকে এই দুস্থ পরিবার গুলো ঈদের দিনে কি রান্না করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিল। এমন সময় প্রচেষ্টার উপহার সামগ্রী পেয়ে তাদের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে