শিবগঞ্জে শ্রমিকদের রিকশা-ভ্যান দিলেন এমপি শিমুল

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে ১ লাখ ২৭ হাজার টাকার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান প্রদানের মাধ্যমে তিন শ্রমিককে পুনর্বাসন করা হয়েছে।

এর মধ্যে দুজন মনাকষা ও একজন ছত্রাজিতপুর ইউনিয়নের বাসিন্দা। রোববার(২২ আগস্ট) সকালে সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে তিন শ্রমিকের হাতে চাবি তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।দেশের প্রতিটি মানুষ যাতে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারে সেজন্য সরকার পাশে আছে। শ্রমিকরা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে সেজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমান, যুবলীগ নেতা বাহাদুর ও ডালিম আলীসহ অন্যরা।

স/রি