শিবগঞ্জে মশা নিধন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে- মশা নিধনে হাতে ফগার মেশিন তুলে নিয়ে শিবগঞ্জ পৌরসভা মেয়র কারিবুল হক রাজিন বলেন, জনসচেতনতার সৃষ্টির পাশাপাশি আমাদের বাড়ির আঙ্গিনাসহ আশপাশের জঙ্গলগুলো পরিস্কার পরিচ্ছন্নতা রাখার আহবান জানান।

শুক্রবার সকালে শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অংশ হিসেবে শিবগঞ্জ ডাকবাংলো এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম শুরু করেছেন মেয়র কারিবুল হক রাজিন। প্রায় ১০ মিনিট ফগার মেশিন চালান তিনি।

করোনাভাইরাসের মাঝে সরকারের চলমান উদ্যোগের পাশাপাশি আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিকভাবে ডেঙ্গু চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে কাজ করছে শিবগঞ্জ পৌরসভা। রাজনৈতিক সাফল্য ও সংগ্রামে নেতৃত্বের পাশাপাশি জনগণের যেকোনো সমস্যা মোকাবেলায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এ মুহুর্তে প্রাণঘাতি করোনাভাইরাসের মতো ভয়াবহ রোগ জীবাণু ছড়িয়ে পড়েছে এবং পরিবেশগত পরিচ্ছন্নতার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন- বাড়ি ও বাড়ির আশপাশের যেকোনো পাত্র বা জায়গায় জমে থাকা পানি তিন দিন পরপর পরিস্কার করার আহবান জানান। পাশাপাশি অপ্রয়োজনীয় বা পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখার কথা জানিয়ে রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের পরামর্শ দেন।

স/অ