শিবগঞ্জে পাঁচ হাজার মেহগনি গাছ লাগাবেন ডা. শিমুল এমপি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

পরিবেশ রক্ষায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ হাজার মেহগনি গাছের চারা লাগানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ব্যাক্তিগত খরচে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন, আলোচিত বৃক্ষপ্রেমী কার্তিক প্রামাণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিউলি খাতুন, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সময় এমপি ডা. শিমুল বলেন, প্রয়োজনের তুলনায় আমাদের চারপাশে বৃক্ষরাজি অনেক কম। একটি গাছ পঞ্চাশ বছরে যে উপাদান ও সেবা দিয়ে থাকে তার আর্থিকমূল্য প্রায় চল্লিশ লাখ টাকা। বৃক্ষরাজি ৮৯ থেকে ৯০ ভাগ শব্দ শোষণ করে দূষণ থেকে আমাদের রক্ষা করে, আবহাওয়ার তাপমাত্রা হ্রাস করে, বাতাসে আর্দ্রতা বাড়ায় ও ভূমিক্ষয় রোধ করে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

স/রি