শিবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বর্ষপূর্তি উদযাপন

 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করে দুর্যোগ প্রস্তুতি’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দুর্যোগ প্রশমন দিবস-২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি, মহোড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।বুধবার( ১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আরিফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি এবং প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ (শিমুল) এমপি।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা, শিবগঞ্জ উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী প্রমুখ।

অতিথিগণ বিভিন্ন দুর্যোগ, বন্যা, খরা, বজ্রপাত ও করোনা সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জেএ/এফ