শুক্রবার , ২০ এপ্রিল ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে ট্রাকের চাপায় রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিহত

Paris
এপ্রিল ২০, ২০১৮ ৪:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে ট্রাকের চাপায় শিবগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মনিরুল ইসলাম নিহত হয়েছে।

তিনি রাজশাহী মহানগরের টিকাপাড়ার বাসিন্দা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ হতে শিবগঞ্জ উপজেলা যাচ্ছিলেন মনিরুল ইসলাম। এসময় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে পৌঁছলে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পেঁয়াজ ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ট্রাক চালক ও হেলপারকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে নিহতের খবর উপজেলায় ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর