শিবগঞ্জে জামায়াত নেতার এনজিও: গ্রাহককে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত নেতা আকবর হোসেনের মালিকানাধীন সোনামসজিদ সমতা সোসাইটি পল্লী উন্নয়ন প্রকল্পের এক গ্রাহককে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুপুরে কানসাট বলাকা মার্কেটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী তারেক রহমান বলেন, গত তিন বছর আগে ৩৮ লাখ টাকা ঋণ নিয়ে পাথরের ব্যবসা করে আসছিলেন। পরবর্তীতে প্রায় ২২ লাখ টাকা পরিশোধ করে। অবশিষ্ট ১৬ লাখ টাকার কিস্তি করোনাকালে দিতে না পারায় প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, একই সংস্থার আরো একজন পরিচালক ও আকবর হোসেনের সহযোগী আহসান হাবিব একইভাবে আমার ভাই আতিকুর রহমানের বিরুদ্ধে ৩৮ লাখ ৮০ হাজার টাকা পাওনা দেখিয়ে অভিযোগ করেন যা প্রমাণিত হয়েছে। জামায়াত নেতা আকবর হোসেনের নামে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা চলমান রয়েছে।

স/জে