সোমবার , ১৬ নভেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে চলাচলের অনুপযোগী ১৩০ কিলোমিটার পাকা রাস্তা

Paris
নভেম্বর ১৬, ২০২০ ৫:৫৮ অপরাহ্ণ

কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন রুটে প্রায় ১৩০ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমন অকেজো রাস্তাগুলোতে দুর্ভোগ পোহাচ্ছেন লাখও মানুষ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড়ো সড়ক দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাগুলোর সংস্কার না করায় এ বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। মনাকষা থেকে সাহাপাড়া বাজার পর্যন্ত সাত কিলোমিটার, সাহাপাড়া নুরেশের বাড়ি থেকে মাসুদপুর বিওপি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার, মনাকষা ঈদগাহ মোড় থেকে শিবগঞ্জ মনাকষা মোড় পর্যন্ত প্রায় নয় কিলোমিটার, শিবগঞ্জ ইসরাইল মোড় থেকে ধাইনগর পর্যন্ত ইউপি পর্যন্ত দশ কিলোমিটার,

মনাকষা বাজার হতে বিনোদপুর খাসের হাট পর্যন্ত পাঁচ কিলোমিটার, খাসের হাট হতে কানসাট পর্যন্ত দশ কিলোমিটার, খাসের হাট চামা পাড়া হতে তেলকুপি বিওপি পর্যন্ত ছয় কিলোমিটার, তেলকুপি বিওপি থেকে কিরণগঞ্জ বিওপি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার, কিরণগঞ্জ বিওপি হতে জমিনপুর পর্যন্ত তিন কিলোমিটার, কানসাট থেকে পুস্ককিনী পর্যন্ত তেরো কিলোমিটার, মনাকষা ইউপির পুঁঠির ঘাট ব্রিজ এলাকার প্রায় এক কিলোমিটার

দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড় পর্যন্ত তিন কিলোমিটার, শিয়ালমারা হতে মির্জাপুর পর্যন্ত আট কিলোমিটার, মুসলিমপুর হতে শান্তির মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার, চাতরা নতুন বাজার হতে চককীর্তি বাজার পর্যন্ত তিন কিলোমিটার, ধাইনগর চৈতন্যপুর বিজয় মোড় হতে নামোটোলা পর্যন্ত তিন কিলোমিটার, মহেশপুর হতে জাবড়ী পর্যন্ত দুই কিলোমিটার, চৈতন্যপুর হতে কল্যাণপুর পর্যন্ত দুই কিলোমিটার, পোলাডাঙ্গা হতে গোসাইবাড়ী পর্যন্ত তিন কিলোমিটার, বীরহুম আইয়ূব বাজার হতে ধাইনগর পর্যন্ত চার কিলোমিটার, নয়ালাভাঙ্গা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক হতে রশিকনগর-বাবুপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটারসহ বিভিন্ন ইউনিয়নের আরও প্রায় ১৭/১৮কিলোমিটার রাস্তার বেহাল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, শিবগঞ্জে কাঁচা-পাকা মিলে মোট এক হাজার ২৯৩ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে পাকা রাস্তা চারশ কিলোমিটার। এ চারশ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে ১৩০ কিলোমিটার রাস্তা ভাঙা। এর মধ্যে ৩০ কিলোমিটার রাস্তার কাজ প্রক্রিয়াধীন।

তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে মনাকষা ঈদগাহ মোড় হতে সাহাপাড়া পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা মেরামতের জন্য রাস্তার পাশে প্রোটেকশন দেওয়ার জন্য সিমেন্টের খুঁটি তৈরির কাজ চলছে। মনাকষা ঈদগাহ মোড় হতে শিবগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা মেরামত প্রক্রিয়াধীন রয়েছে।

স/আ.মি

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত