শিবগঞ্জে করোনা আক্রান্ত সেই দম্পতির পাশে দাঁড়ালেন এসপি নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বাসীর সঙ্গে করোনা যুদ্ধে মাঠে নেমেছে সৈয়দ পরিবার। প্রায় দুইমাস যাবৎ উপজেলার কর্মহীন পরিবারের পাশে দাঁড়ান সৈয়দ পরিবারের গড়া জিকে ফাউন্ডেশন।

এর পর রমজান মাসে ঈদ সামগ্রী পৌঁছে দেন ওই স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় বিনোদপুরে করোনা আক্রান্ত দম্পত্তির পাশে দাঁড়ালো কুমিল্লার এসপি ও শিবগঞ্জ উপজেলার বাসিন্দা সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম।

শনিবার ভোরে চাঁদ শিকারি গ্রামের সেই করোনা রোগীর বাড়ীতে দুই মাসের খাবার সামগ্রি পাঠান তিনি। খাবারের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল,১০ পদের ফল,মাছ,মুরগি,ডিমসহ করোনা প্রতিরোধক জিনিস পত্র।

এসব উপহার সামগ্রী পেয়ে সৈয়দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করোনা আক্রান্ত দম্পত্তি ও স্থানীয়রা।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককরোনায় আক্রন্তের কারনে এক দম্পতি কে গ্রাম ছাড়া হতে হয়। আর গ্রামে জায়গা না হওয়ায় তাদের আশ্রয় হয়েছে পাশের ইউনিয়নের শশুরের একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে। আশ্রীতরা উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর বয়তাল পাড়ায় মানষিক চাপে ভুগছেন।

আরো পড়ুন…

শিবগঞ্জে করোনা আক্রান্ত দম্পতি আশ্রয় পাননি বাড়ীতে, পোল্ট্রি ফার্মে বসবাস