শিবগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ সুষ্ঠ-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন উপলক্ষে এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনায় শিবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে শিবগঞ্জ থানার অডিটোরিয়ামে পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা, পরিদর্শক (অপারেশন) ইকবাল পাশা, শিবগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুনাল মুখার্জি ও শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অন্যরা। এছাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিধি মেনে সন্ধ্যা ৬টায় প্রতিমা বিসর্জন দেয়ার অনুরোধ করা হয়। কোন মন্দিরে নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না। উপজেলায় এবার ৩৫ মন্ডপে পূজা উদযাপন হবে।

স/রি