শিবগঞ্জের নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩ ইউপির নব- নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ আজ সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ।

জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, নব- নির্বাচিত পরিষদ তাদের নেতৃত্বে সুষ্ঠু তদারকির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠির সেবা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন দলমত নির্বিশেষে সরকারের চলমান উন্নয়নমুলক কাজকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে। সরকারের উন্নয়নকে তরান্বিত করতে স্থানীয় প্রতিনিধিদের আন্তিরকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহণকৃত নব -নির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চেয়ারম্যানরা হলেন, শাহাবাজপুরের নিজামুল হক রানা, দাইপুখুরিয়ার আলমগীর রেজা, চককীর্তির আনোয়ার হাসান আনু মিঞা, ঘোড়াপাখিয়ার মামুন অর রশিদ, ছত্রাজিতপুরের গোলাম রব্বানী ছবি, উজিরপুরের দুরুল হোদা, মনাকষার মির্জা শাহাদাৎ হোসেন খুররম, নয়ালাভাঙার মোস্তাকুল ইসলাম পিন্টু, বিনোদপুরের রুহুল আমিন, মোবারকপুরের মাহমুদ মিঞা, পাঁকার আবদুল মালেক, শ্যামপুরের রবিউল ইসলাম ও ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

স/আর