শিবগঞ্জের দূর্লভপুর ইউপি নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

হাইকোর্টে নির্দেশে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইকোর্টে দাখিলকৃত রীট সূত্রে জানা গেছে, উপজেলার ৯নং দূর্লভপুর ইউনিয়নের অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের আবেদন করেন দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু। তার আবেদনের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারকে এই আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীদের কাছে সিদ্ধান্ত জানানোর নির্দেশনা জারি করে গত ২৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ।

এদিকে নির্বাচন স্থগিতের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের জারীকৃত ১৭০০০০০০০৭৯৪১০৩৯২১৩৭১ নম্বর স্মারকের নির্বাচন পরিচালনা কমিটির উপ-সচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি আদেশের প্রেক্ষিতে তিনি এ নির্বাচন স্থগিত করেন। তবে, একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ৩১ অক্টোবর এ আদেশটি জারি হয় ও স্বারকে ১৪ অক্টোবর উল্লেখ করা হয়।