শিক্ষক লাঞ্ছনাকারীর শাস্তিসহ ৬ দাবি রাবির জাতীয়তাবাদী শিক্ষকদের

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রেণিকক্ষে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকী লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছেন রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (জুলাই ৫) দুপুরে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা) স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বরাবর এক স্মারকলিপিতে তারা এই প্রতিবাদ জানান।

এছাড়াও স্মারকলিপিতে আর‌ও পাঁচটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- হলে হলে সরকারি দলের ছাত্র সংগঠনের অবৈধ সিট বানিজ্য কঠোরহস্তে নিয়ন্ত্রণ; হলের সিট দখলকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বৈধ আবাসিক ছাত্র-ছাত্রীদেরকে হলে ওঠানোর ব্যবস্থা গ্রহণ; বিশ্ববিদ্যালয়ের হলসমূহে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ; ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহ-অবস্থান নিশ্চিকরণ এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

জি/আর