শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে পঞ্চম শ্রেণির ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

পাবনার সাঁথিয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের শিক্ষক দিলিপ কুমার ঘোষের নামে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সকাল ১০টার দিকে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ক্লাস করতে বিদ্যালয়ে যায়। তখন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলিপ ওই ছাত্রীকে তৃতীয় শ্রেণির কক্ষে ডেকে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে বিষয়টি ওই ছাত্রী বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। ওই ছাত্রীর মামা ফরিদুজ্জামান বাদী হয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর শিক্ষকের শাস্তি চেয়ে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে যোগাযোগ করা শিক্ষক দিলিপ কুমার বলেন, ভুল বুঝাবুঝি হয়েছে, মিমাংসার চেষ্টা চলছে।

সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলায়ার বলেন, ‘অভিযোগটি আমি পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি, করমজা ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৭ জুলাই পর্যন্ত ব্যস্ত আছি। এরপর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: আমাদের সময়