শামীম ওসমানের হস্তক্ষেপে বৃদ্ধ দম্পতিকে ভর্তি নিল হাসপাতাল

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জের করোনা উপসর্গে অসুস্থ বৃদ্ধ দম্পতিকে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৩০ জুন থেকে ঐ দম্পতির শরীরে করোনা উপসর্গ দেখা দিলে সরকারী বেসরকারী কোন হাসপাতালই তাদের ভর্তি নিচ্ছিলনা। পরে বিষয়টি জানতে পেরে শামীম ওসমান মোবাইল ফোনে কথা বলে তাদের ভর্তির ব্যবস্থা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু জানান, গত ৩০ জুন থেকে আমার চাচা অহিদুল ইসলাম মেম্বার (৬৬) এবং চাচী জয়দুন নেছা (৫৮) জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিল। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা’সহ নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে করোনা পরীক্ষার কোন রিপোর্ট না থাকায় কেউ ভর্তি নেয়নি। এতে আমরা ভীত হয়ে যাই।

এমন অবস্থায় কোন বেসরকারী হাসপাতাল ভর্তি না নেয়ায় আমরা পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ি। অনেকে ভেঙে পড়ে কান্নাকাটি শুরু করে। এমন দুঃসময়ে নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা শামীম ওসমান আমাদের এই দুশ্চিন্ত দূর করতে সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরা পরিবারের সকল সদস্য তার কাছে চিরকৃতজ্ঞ।