বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শাবিপ্রবিতে র‌্যাগিং: দুই ছাত্র আজীবন বহিষ্কারসহ ২১ জনকে শাস্তি

Paris
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ৩:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ১৯ জনকে সাময়িক বহিষ্কার ও অর্থদণ্ড বিভিন্ন শাস্তি দেয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শাস্তিপ্রাপ্তদের একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাড়া বাকি সবাই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এরমধ্যে দুই ছাত্র আজীবন বহিষ্কার, দুজন দুই বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে এক বছরের জন্য বহিস্কার ও ১০ হাজার টাকা জরিমানা, পাঁচজনকে ছয় হাজার টাকা জরিমানা ও সতর্কীকরণ, নয় জনকে তিন হাজার টাকা করে জরিমানা ও সতর্কীকরণ এবং দুজনকে শুধু সতর্কীকরণ করা হয়েছে।

জানা গেছে,১৫ ফেব্রুয়ারী রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা ৬ নবীন শিক্ষার্থীকে নিজ মেসে ডেকে নিয়ে র‌্যাগ দেয়। একপর্যায়ে নবীন শিক্ষার্থীদের মারধর করে সিনিয়ররা। পরবর্তীতে তাদেরকে জোর করে অর্ধনগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল ক্যাপশন দিয়ে একটি গ্রপে পোস্ট করায় তারা। মারধর ও অর্ধনগ্নতার শিকার এইসব শিক্ষার্থী এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

সর্বশেষ - জাতীয়