শাফিনা মহিলা ডিগ্রী কলেজে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ ও এইচ.এস.সি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ সেপ্টেম্বর দুপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এন.এম মঈনুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, প্যানেল মেয়র -৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এস/আই