শহীদ জামিল আকতার রতনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা


নিজস্ব প্রতিবেদক :

শহীদ জামিল আকতার রতনের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে রাজশাহীর ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। মঙ্গলবার বিকেল ৪ টায় নগরীর লক্ষীপুর মোড়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এর আগে সকালে শহীদ জামিল আকতার রতনের সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ।

৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্নার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু, কামরান হাফিজ ইয়ামিন, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল্লা আল মাসুদ শিবলী, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রহমান সন্দেশ, মেরাজুল আলম, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, সাবেক ছাত্রনেতা এ্যাড. আবু রায়হান মাসুদ, আমিরুল, রায়হান উদ্দিন হালিম, তামিম সিরাজী প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বী বাদশা, সজীব, নাসির উদ্দিন রুবেল, ছাত্রনেতা ইব্রাহীম, রুহি, সাগরসহ আরো অনেকে। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক প্রমুখ।

স্মরণসভায় বক্তারা শহীদ জামিল আকতার রতনের জীবনের নানা দিক তুলে ধরে বলেন,  জামিল আকতার রতন ছিলেন গণতন্ত্রমনা ও অসাম্প্রদায়িক মানুষ।

এস/আই