শরণার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ গ্রিক পুলিশের

ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী শিবির আগুন পুড়ে যাওয়ার পর গৃহহীন হয়ে পড়ায় বিক্ষোভ শুরু করে ক্ষুব্ধ অভিবাসীরা। তাদের দমাতে গ্রিসের পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। তারা লেসবস দ্বীপ ছাড়ার দাবি জানাচ্ছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে জনাকীর্ণ মোরিয়া ক্যাম্পে আগুন লেগে তা পুড়ে যায়। এরপর গৃহহীন হয়ে পড়ে ১২ হাজারের বেশি অভিবাসী। এই অভিবাসীদের অধিকাংশই আফ্রিকা ও আফগানিস্তানের। ওই অভিবাসীদের মধ্যে কিছু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, তাই সেখানে এটা ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দেয়।

শনিবার তপ্ত রোদে দাঁড়িয়ে শত শত অভিবাসী ‘স্বাধীনতা’ এবং ‘ক্যাম্প চাই না’ স্লোগান দেয়। এসময় বিক্ষোভকারীরা একটা দ্বীপের মাইটিলেন বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় পাশেই তাঁবু তৈরির কাজ চলছিল।

 

সূত্রঃ কালের কণ্ঠ