শতভাগ পাস নেই রাজশাহী কলেজে

নিজস্ব প্রতিবেদক: এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বুধবার দুপুরে। প্রকাশিত ফলাফলে শতভাগ পাশ নেই দেশসেরা রাজশাহী কলেজের। এবার কলেজটির পাশের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। যেখানে গতবছর শতভাগসহ বোর্ডসেরা হয়েছিল কলেজটি।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে রাজশাহী শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। এবার এ বোর্ডে পাশের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭২৯ জন।

ঘোষিত ফলাফলে দেশসেরা রাজশাহী কলেজের পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। যেখানে গতবছর শতভাগসহ বোর্ডসেরা হয়েছিল কলেজটি। এবার কলেজটির ৫৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছে ৫৯৬ জন। বিজ্ঞান ও মানবিক বিভাগের সব ছাত্র পাস করে। কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯ দশমিক ২০ শতাংশ। ফেল করেছে ১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণ করে ১২৭ জন।

কলেজ থেকে সরবরাহকৃত নথিতে দেখা যায়, কলেজের ৫৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮৮ জন।

স/শা