‘শচীন-কোহলি-বাবরের ব্যাটিং স্টাইল একই’

সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন দাবি করেন, ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির মতোই ব্যাট করেন পাকিস্তানের বাবর আজম।

যদিও তার এমন বক্তব্য নিয়ে বেশ বিতর্ক রয়েছে।

এবার সেই বিতর্কে যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। শুধু তাই নয়, আরও একধাপ এগিয়ে বিরাট ও বাবরের সঙ্গে ভারত লিজেন্ড শচীন টিন্ডুলকারের তুলনা করেছেন তিনি।

তার ভাষ্য, কোহলি, বাবর ও শচীন- এই তিন ব্যাটসম্যানের খেলার ধরন একরকম।

সম্প্রতি জিম্বাবুয়ের সাবেক পেসার পমি এমবাঙ্গার সঙ্গে এক ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে এ মন্তব্য করেন ইয়ান বিশপ।

তিনি বলেন, ‘বিরাট ও বাবরের ব্যাটিং স্টাইল দেখে আমার শচীনের কথা মনে পড়ে। কারণ শচীন সবসময় স্ট্রেটলাইনে খেলত। এখন বিরাট ও বাবর একই রকমভাবে খেলে।’

বর্তমান সময়ের পাক-ভারতের সেরা দুই তারকার তুলনা করলেও শচীনকে আলাদাভাবে সম্মান করতে ভুলেননি সাবেক ক্যারিবীয় পেসার।

তিনি বলেন, আমার ক্যারিয়ারে যেসব ব্যাটসম্যানের বিরুদ্ধে বোলিং করেছি, তাদের মধ্যে শচীন ছিল সেরা।

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-২০ ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন বাবর আজম। তবে টেস্ট ও ওয়ানডেতে তার র্যাংক যথাক্রমে ৬ ও ৩। অন্যদিকে বিরাট একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন। টেস্টে দ্বিতীয় স্থানে। তবে টি-টোয়েন্টিতে তার অবস্থান ১০ নম্বরে।

 

সুত্রঃ যুগান্তর