শখের বসে বড়শি ফেলেছিলেন নদীতে, ধরা পড়ল ১৮ কেজির কাতলা!

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা এলাকায় ধরলা নদীতে বড়শিতে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ১৮ হাজার টাকায় কিনে ভাগ করে নিয়েছে স্থানীয়রা।

আজ বুধবার (০৪ আগস্ট) সকালে স্থানীয় যুবকদের বড়শিতে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ওই গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। একসময় বিশাল আকারের মাছটি বড়শিতে ধরা পড়ে। ৩-৪ ঘণ্টা চেষ্টার পর মাছটি শুকনো স্থানে তুলতে সক্ষম হন তারা। পরে স্থানীয়রা মাছটি এক হাজার টাকা কেজি দরে কিনে ভাগ করে নিয়েছেন।

কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালীপদ রায় বলেন, ধরলা নদীতে এত বড় মাছ আগে ধরা পড়েছে কি না আমার জানা নেই। কিন্তু তিস্তা, ব্রহ্মপুত্র নদে এর চেয়েও বড় মাছ ধরা পড়েছে।

আতিকুর বলেন, আমরা প্রতিবছরই বড়শি দিয়ে নদীতে মাছ ধরি। তবে এ জীবনে এত বড় মাছ পাই নাই। পরে এলাকার লোকজন এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনে ভাগ করে নেয়।

 

 

সূত্রঃ কালের কণ্ঠ