শক্তিশালী সেনাবাহিনী গঠনে নজর তালেবানের

অন্তর্বর্তীকালীন সরকারে আরও ৩৮ নতুন সদস্য যুক্ত করেছে তালেবান। নতুন পদসমূহে প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপপ্রধান, শহীদ ও পঙ্গু মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীসহ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলে কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে।

তালেবানের সংস্কৃতি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে এখন দক্ষ যোদ্ধা নিয়োগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।

সংস্কৃতি কমিশনের সদস্য রুহুল্লাহ ওমর বলেন, আমরা শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে যাচ্ছি। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব।

এদিকে মন্ত্রিসভার নতুন লিস্টে আফগানিস্তানের ২০৯ শাহিন কর্পস অঞ্চলের নাম পরিবর্তন করে ‘মাজার কর্পস’ করা হয়েছে।

তালেবান নেতা ও সাবেক সামরিক ব্যক্তিত্ব মোহাম্মদ সাদেক সিনওয়ারি বলেন, আমার প্রত্যাশা আফগানিস্তানের বর্তমান বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বর্তমান সরকারের বিরুদ্ধে যো কোনো আন্দোলন প্রতিহত করতে সক্ষম হবে।

মন্ত্রিসভায় নতুন দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ সদস্যরা হলো:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ডেপুটি মৌলভি আব্দুল কবির, শহীদ ও পঙ্গুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটির উপপ্রধান মৌলভি নুরউদ্দিন তুরাবি, কান্দাহার কর্পসের প্রধান মোল্লা মেহেরুল্লাহ, কাবুল কর্পসের প্রধান মৌলভি হামদুল্লাহ, মাজার কর্পসের প্রধান মৌলভি আতাউল্লাহ ওমরি।

 

সূত্রঃ যুগান্তর