সোমবার , ৭ ডিসেম্বর ২০২০ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লোকজন তোমাকে খুনি বলছে : ম্যারাডোনার মেয়ে

Paris
ডিসেম্বর ৭, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুর পর তার ঘনিষ্টজনদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা শেষকৃত্যে যেতে পারেননি। এ জন্য তিনি পরোক্ষভাবে দুষেছিলেন ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনাকে। এবার মোরলাকে সোশ্যাল সাইটে ধুয়ে দিলেন ম্যারাডোনার আরেক মেয়ে দালমা।  ম্যারাডোনা মৃত্যুর আগে অবহেলার শিকার হয়েছেন বলে তার মত। একইসঙ্গে তিনি মোরলাকে ‘খুনি’ও বলেছেন।

৮৬ বিশ্বকাপ কিংবদন্তির মেয়ে দালমা সোশ্যাল সাইটে লিখেছেন, ‘আমি এখানে লিখছি, কারণ, তুমি আমার বোনকে বার্তা পাঠিয়েছ, নিজের সেরা বন্ধুর শেষকৃত্যে কেন যেতে পারোনি। ২০০ বার ফোন করেছি, ধরলে ব্যাখ্যা করতে পারতাম, কেন যেতে পারিনি। আমরা তোমাকে বিচারের মুখোমুখি দাঁড় করাব। আশা করি, তখন তুমি নিজের মুখটা দেখাতে পারবে। সেখানেই দেখা হবে, কিছু বলার থাকলে তখন সেখানে মুখোমুখি বলবে।’ 

ম্যারাডোনাকে শেষবারের মতো দেখতে গিয়ে ভক্তরা নাকি মোরলাকে ‘খুনি’ বলেছে। তবে মোরলার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়েছে তা উল্লেখ না করে দালমা আরও লিখেছেন, ‘আশা করি সুবিচার পাব। শপথ করছি, সুবিচার না পাওয়া পর্যন্ত থামব না। কিন্তু সেটি না পেলেও সামাজিকভাবে তুমি দোষী প্রমাণিত হয়ে গেছ। সৌভাগ্যবশত তুমি শেষকৃত্যে ছিলে না। কারণ, লোকজন তোমাকে খুনি বলেছে। আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি।’

পরিবারের সদস্যদের বিরক্ত না করার হুঁশিয়ারি উচ্চারণ করে দালমা আরও লিখেন, ‘আমার বোন আমার বাবার কন্যা কিনা-এমন প্রশ্ন তুলে কেউ আমার বোনকে বিরক্ত করতে পারবে না। সে (মোরলা) এই চেষ্টাই করেছে। কারণ, সে চেয়েছে যাতে তার নথিতে এই লেখা আটকাতে পারে। তুমি আর ফালতু কিছু করার সুযোগ পাবে না। আমারও তোমাকে শেষ করার দরকার হবে না। কারণ, শেষ পর্যন্ত তুমি সেটাই পাবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা