শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লেজের দাপটে দক্ষিণ আফ্রিকার ৩৬৭

Paris
এপ্রিল ১, ২০২২ ৭:২২ অপরাহ্ণ

কোচ রাসেল ডমিঙ্গো প্রথম দিনের খেলা শেষে বলেছিলেন, প্রোটিয়াদের প্রথম ইনিংস ৩২০ এর মাঝেই থামিয়ে দিতে চায় বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে সেই লক্ষ্যের কাছাকাছি গেলেও প্রোটিয়া টেইল অ্যান্ডাররা রুখে দাঁড়ান। যে কারণে ২৯৮ রানে ৮ উইকেট পতনের পর প্রোটিয়াদের স্কোর গেছে ৩৬৭ পর্যন্ত! শেষের দিকে দারুণ লড়াই করেছেন সিমন হারমার। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ নিয়েছেন ৪ উইকেট, মেহেদি মিরাজ ৩টি।

৪ উইকেটে ২৩৩ রান তুলে প্রথম দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ৫৩* আর কাইল ভেরাইনা ২৭* রানে অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। কাইল ভেরেইনাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে টেম্বা বাভুমার সঙ্গে ৬৫ রানের জুটি ভাঙেন। ৮১ বলে ২৮ রান করা ভেরেইনা রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পরের বলে নতুন ব্যাটার ভিয়ানমুল্ডারের (০) তুলে দেওয়া ক্যাচ স্লিপে দুর্দান্তভাবে তালুবন্দি করেন মাহমুদুল হাসান। হ্যাটট্রিকের সুযোগ পেলেও তৃতীয় বলটি ভালো হয়নি খালেদের। নতুন ব্যাটসম্যান কেশব মহারাজ সেটি ছেড়ে দেন।

সেঞ্চুরির দ্বারপ্রান্ত থেকে টেম্বা বাভুমাকে ফেরান মেহেদি মিরাজ। এই তরুণ স্পিনারের বলে বোল্ড হয়ে শেষ হয়ে বাভুমার ১৯০ বলে ১২ চারে ৯৩ রানের ইনিংস। ৪০ বলে ১৯ রান করা কেশব মহারাজকে এবাদত হোসেন বোল্ড করলে ২৯৮ রানে ৮ উইকেট হারায় প্রোটিয়ারা। দুই লোয়ার অর্ডার সিমন হারমার এবং লিজাড উইলিয়ামস দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন। উইলিয়ামসকে (১২)ফিরিয়ে নিজের চতুর্থ শিকার ধরেন খালেদ। আরও  একটি দুর্দান্ত ক্যাচ নেন মাহমুদুল।

শেষ উইকেটেও দারুণ লড়াই করছিলেন প্রোটিয়ারা। অবশেষে মেহেদি মিরাজের বলে অলিভার (১২) এলবিডাব্লিউ হলে প্রোটিয়ারা ৩৬৭ রানে অল-আউট হয়। সিমন হারমার অপরাজিত থাকেন ৭৩ বলে ৩৮* রানে। খালেদ আহমেদ ২৫ ওভারে ৯২ রান দিয়ে ৪টি আর মিরাজ ৪০ ওভারে ৯৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৮৬ রানে ২টি নিয়েছেন এবাদত। তবে ২৩ ওভারে ৬৯ রান দিলেও তাসকিন উইকেটশূ ন্য।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা