লিভারপুলের পরের দুই ম্যাচে থিয়াগোর খেলা নিয়ে শঙ্কা

লিভারপুলের নতুন চুক্তিভূক্ত মিডফিল্ডার থিয়াগো আলকানতারা আগামী দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ জার্গেন ক্লপ। মাসের শুরুতে বায়ার্ন মিউনিখ থেকে অ্যানফিল্ডে যোগ দেন এই স্প্যানিয়ার্ড। গত সপ্তাহে চেলসির বিপক্ষে অভিষেক হবার পর সোমবার আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি দলে ছিলেন না।

মূলতঃ ফিটনেস সমস্যার কারনে থিয়াগোকে দলে রাখা হয়নি। তবে আন্তর্জাতিক বিরতির পর তিনি পুরোপুলি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন ক্লপ। বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে খেলা সম্ভব নয় বলেও ক্লপ নিশ্চিত করেছেন। লিভারপুলের ওয়েবসাইটেও বলা হয়েছে সামান্য ফিটনেস সমস্যার কারণে তাকে দলে রাখা হয়নি।

আগামী বৃহস্পতিবার লিভারপুল লিগ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে আতিথ্য দিবে। এরপর রবিবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা সফরে যাবে। ধারণা করা হচ্ছে আগামী ১৭ অক্টোবর গুডিসন পার্কে এভাটরনের বিপক্ষে ম্যাচে হয়তো থিয়াগো আলকানতারা মাঠে ফিরতে পারেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ