সিল্কসিটিনিউজ ডেস্ক:
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অভিযান চালিয়ে অবৈধভাবে লিবিয়া পাচারের সময় ৩৯ জনকে আটক করেছে র্যাব।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, অবৈধভাবে লিবিয়া পাচারের খবর পেয়ে র্যাবের একটি দল বুধবার সন্ধ্যা থেকে অভিযান শুরু করে। সারারাত অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করা হয়েছে।
তাদের র্যাব-৭-এর পতেঙ্গা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাচারের সঙ্গে জড়িত দালালদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সূত্র: রাইজিংবিডি