লা লিগায় শীর্ষে সোসিয়েদাদ

লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল সোসিয়েদাদ। রিয়াল বেটিসকে ৩-০ গোলে হারিয়ে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে সোসিয়েদাদ। সমান ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে ভিয়ারিয়াল।

গত সপ্তাহে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ শনিবার নবাগত কাডিজের বিপক্ষে বিস্ময়করভাবে পরাজয়ে প্রথম স্থান থেকে ছিটকে যায়। ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

চার খেলায় দুই জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নয় নম্বর পজিশনে রয়েছে লিওনেল মেসিদের বার্সেলোনা। চার ম্যাচে দুই জয়ে ৯ পয়েন্ট নিয়ে আট নম্বর পজিশনে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

শনিবার মেসিদের বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে জয় পেলে সোসিয়েদাদকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে রিয়াল। আর বার্সেলোনা যদি জয় পায় তাহলে পয়েন্ট টেবিলে আরও একধাপ এগিয়ে যাবে।

 

সূত্রঃ যুগান্তর