লা লিগার দ্বিতীয় স্থানে উঠল বার্সেলোনা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

স্প্যানিশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো বার্সেলোনা।  গত রাতে নিজেদের মাঠে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। বার্সার পক্ষে গোল দুটি করেন মেমফিস ডিপে ও সার্জিও বাসকুয়েটস। মায়োর্কার পক্ষে একমাত্র গোলটি করেন আন্তোনিও রেইলো।

আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লা-লিগার শিরোপা জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

২৪তম মিনিটে জর্দি আলবার ক্রসে রোনাল্ড আরাহো হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। পরের মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলবার লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মেমফিস। দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে  বুসকেতসের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

৭৯তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সালভা সেভিয়ার দারুণ ফ্রি-কিকে ডি বক্সে ভলিতে গোলটি করেন রাইয়ো। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়া বার্সেলোনার লক্ষ্য এখন শীর্ষ চারের মধ্যে থাকা। ৩৪ ম্যাচ শেষে ১৯ জয়, ৯ ড্র ও ৬ হারে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল বার্সেলোনা। আর ৩৪ ম্যাচে ৮ জয়, ৮ ড্র ও ১৮ হারে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে মায়োর্কা।

 

সূত্রঃ কালের কণ্ঠ