লায়ন্স ক্লাব অব রাজশাহী ও লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন’র ইনস্টলেশন, ইনডাকশন ও ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ কমিটি রিসিপশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ক্লাব অব রাজশাহীর ৫৩তম এবং লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের ৩২তম ইনস্টলেশন, ইনডাকশন ও ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ কমিটি রিসিপশন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার( ১৭ সেপ্টম্বর) নগরীর সীমান্ত সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রাজশাহীর (২০২০-২০২১) লায়ন সেবাবর্ষের সভাপতি লায়ন মো.কাউসার আলী (২০২১-২২)সেবাবর্ষের নতুন সভাপতি লায়ন ডা: শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের (২০২০-২১) লিও সেবাবর্ষের সভাপতি লিও আজিমা পারভিন টুকটুকি (২০২১-২২)সেবাবর্ষের নতুন সভাপতি লিও সাবরিন নাহারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন

এছাড়াও এদিন লায়ন্স ক্লাব অব রাজশাহীর নতুন ৬ জন লায়ন্সকে শপথ বাক্য পাঠ করিয়ে অভিষেক করান প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার এম. এ. ওহাব এবং ( ২০২১-২২)লায়ন সেবাবর্ষের ২০ জন এক্সিকিউটিভ মেম্বারদের  শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ, এম.জে.এফ । অন্যদিকে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের নতুন ১৫ জন লিওর শপথ বাক্য পাঠ করিয়ে অভিষেক করান লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন নাসির হায়দার চৌধুরী, এম.জে.এফ এবং ( ২০২১-২২) লিও সেবাবর্ষের এক্সিকিউটিভ মেম্বারদের শপথ বাক্য পাঠ করান লিও স্ট্যান্ডিং কমিটি চেয়ারপার্সন লায়ন সাবেরা রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ এম.জে.এফ ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন
প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার এম. এ. ওহাব ,২য় ভাইস জেলা গভর্নর লায়ন ডা: মো. বাশির উল্লাহ পি.এম.জে.এফ ।

আরো উপস্থিত ছিলেন- ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী পি.এম.জে.এফ,ক্যাবিনেট ট্রেজারার লায়ন ফারুক রহমান,
লিও স্ট্যান্ডিং কমিটি চেয়ারপার্সন লায়ন সাবেরা রহমান, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন নাসির হায়দার চৌধুরী এম.জে.এফ, লায়ন্স ক্লাব অব রাজশাহীর সভাপতি লায়ন ডা: শামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের উপদেষ্টা লায়ন মো. মোস্তাফিজুর রহমান, লিও জেলা ৩১৫ এ২ বাংলাদেশের জেলা সভাপতি- লিও আল-আমীন, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার ও জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন সংকর মনা এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার  ও জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মো. আনিসুর রহমান খান এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার  জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন খন্দকার কামরুল হাসান এমজেএফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এছাড়াও লায়ন্স ক্লাব অব রাজশাহীর সদ্য বিদায়ী সভাপতি লায়ন মো.কাউসার আলী, সচিব লায়ন মামুন-অর-রশিদ, প্রথম সহ-সভাপতি লায়ন ইফতিয়ার মাহমুদ , দ্বিতীয় সহ-সভাপতি লায়ন বদরুদ্দোজা, তৃতীয় সহ-সভাপতি  লায়ন ডা:এস এম এ মান্নান কোষাধ্যক্ষ লায়ন মো. ইফতেকার হোসেন ,টেমার তসলিমা ডালিয়াসহ অন্যান্য লায়ন এবং লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের প্রায় ৩২ জন লিওবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রাজশাহীর বিগত বছরের কার্যক্রমের একটি স্মরণীকা উন্মোচন করা হয়।এছাড়াও এ সময় যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সঠিক নিয়ম মেনে জাতীয় সংগীত পরিবেশন , লিও প্লেজ, পতাকা অভিবাদন এবং লায়নদের আনুগত্যের শপথ পাঠ করানো হয় ।

স/রি