লালমনিরহাটে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক


মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অফগ্রীড চরাঞ্চলসমূহে নেসকো লিঃ এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব এ. কে. এম. হুমায়ূন কবীর, নেসকো লি. চেয়ারম্যান কমডোর খন্দকার আক্তার হোসেন, (ই), পিএইচডি, পিএসসি, বিএন, ব্যবস্থাপনা পরিচালক ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড।

সভায় সভাপতিত্ব করেন, নেসকো লি. ব্যবস্থাপনা পরিচালক মো. জাকিউল ইসলাম।