লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের মাস্ক বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণ কে সচেতন করতে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সপ্তম দিনে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালপুর পৌর এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে।

সপ্তম দিনে বুধবার (২৮ এপ্রিল) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে মাস্ক বিতরণ করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ( ভুমি) শাম্মি আক্তার।

এছাড়াও লালপুর উপজেলা পরিষদ গেট, নর্থ বেঙ্গল সুগার মিল এলাকা, আজিম নগর (গোপালপুর ) রেল গেট, আজিম নগর রেল স্টেশন, গোপালপুর বাজার, ফায়ার সার্ভিস মোড়, স্টেডিয়াম মোড়, লালপুর কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ হয়।

মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তুজা লিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ কে এম শাহাব উদ্দীন, ডা: সুরুজ্জামান শামীম, লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু সিদ্দিক, নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, নাটোর জেলা তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা নবেসুমির অর্থ সম্পাদক ও সঙ্গীত শিল্পী সাহেদ আলম প্রমূখ। এছাড়াও লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, সহ সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাংবাদিক মাজহারুল ইসলাম তিব্বত, আলাউদ্দিন আলাল, এহসানুল করিম তুহিন, রুহুল কুদ্দুস কোহেল, আশীষ কুমার সরকার সুইট, আল আমিন সজল সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । এসময় উপস্থিত সকলকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণ কে চলাচলের জন্য আহবান জানানো হয়। উল্লেখ্য- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল গত ২২ এপ্রিল লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ।