লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সে মেশিন প্রদান

লালপুর (নাটোর) প্রতিনিধি:

স্থানীয় সরকার বিভাগের অধিনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকার) অর্থায়নে নাটোর জেলায় এই প্রথম লালপুর উপজেলা পরিষদ কর্তৃক ২২ লক্ষ ৩৪ হাজার ৩শ৬৬ টাকা ব্যয়ে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কক্ষ মেরামত ও সিআর ডিজিটাল এক্সে মেশিন সরবরাহ করা হয়েছে।

সূত্রে জানাযায়, সোমবার বিকেলে (২১সেপ্টেম্বর-২০২০) বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোম্পানীর (জাইকার) অর্থায়নে লালপুর উপজেলা পরিষদ কর্তৃক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক আলী লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এক্সে মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ হস্তান্তর করেন।

ডিজিটাল এক্সে মেশিন (সিআর), কক্ষ মেরামতসহ আনুসাঙ্গীক যন্ত্রাংশ প্রদান হয়। এতে ব্যয় হয় ২২ লক্ষ ৩৪ হাজার ৩শ৬৬ টাকা।
এসময় উপস্থিত ছিলেন নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আনছারুল হক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উন্মুল বানীন দ্যুতি, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম, প্রকৌশলী (জাইকা) বাফায়েল ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, লালপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলমগীরুল ইসলাম, উপজেলা ফ্যসিলেটেটর কাজি রাশেদ শিমুল, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুর রাজ্জাক, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ প্রমুখ।

এছাড়াও হাসপাতালের ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আনছারুল হক জানান, নাটোর জেলায় এই প্রথম লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সিআর ডিজিটাল এক্সে মেশিন সরবরাহ করা হয়েছে।