সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে ৬ মাস পর আজিমনগর স্টেশন চালু 

Paris
নভেম্বর ১৩, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আজিমনগর রেলওয়ে স্টেশন ষষ্ঠ বারের মতো আবার চালু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর২০২৩) সকাল থেকে স্টেশনের কার্যক্রম পূনরায় চালু করা হয়। বর্তমান দুইজন স্টেশন মাস্টার, দুইজন পয়েসম্যান নিয়োগ দেওয়া হয়েছে। স্টেশনটিতে মাস্টার দুইটি, পয়েসম্যান তিনটি, পোটার দুইটি, বুকিং সহকারী ও গেটম্যান তিনটি পদ রয়েছে।
জনবল সংকটের কারণে ২০১৩ সাল থেকে ২০২৩ পর্যন্ত ৬ বার বন্ধ করে পূনরায় আবার চালু করা হয়। সর্বশেষ গত ২০২৩ সালের ৪ জুন ষষ্ঠ বারের মতো স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়। শেষ পর্যন্ত সোমবার ১৩ নভেম্বর সকালে স্টেশনের কার্যক্রম পূনরায় চালু করা হয়।
এবিষয়ে আজিমনগর স্টেশনের সহাকারী স্টেশন মাস্টার মো: আরিফুর রহমান বলেন, তাঁর সাথে আরেকজন এএসএম আবু সালেহ, পয়েসম্যান মো. রবিউল ইসলাম রবিন ও সহকারী পয়েসম্যান নুর আলম নামে ৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। লাইনগুলো সরাসরি আব্দুলপুর জংশন এবং ঈশ্বরদী জংশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের সাথে সংযুক্ত করায় সমস্যা দেখা দেয়। এখন যাত্রীরা স্টেশনে ওঠা-নামা ও টিকিট সংগ্রহ করতে পারবেন।

সর্বশেষ - রাজশাহীর খবর