লালপুরে ৩ জুয়াড়ি গ্রেফতার

লালপুর( নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জুয়া খেলার অপরাধে  ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ আগস্ট ) রাত ১১ টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওই গ্রামের মো. সেলিম ইসলামের ছেলে মো. রানা ইসলাম (২১), আজগর আলীর ছেলে মো. নাজমুল ইসলাম (২০) ও  মো. আসাদুল আলীর ছেলে মো. শাকিল আহমেদকে (১৯) ।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তিনি ও কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালান।  জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় আরো ৪/৫ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত নগদ ২ হাজার ৪৮০ টাকা, ৪ টি মোবইলসহ খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় লালপুর থানায় মামলা করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (৪ আগস্ট ২০২১) আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়েছে।
স/জে