লালপুরে ১০ ইউপি নির্বাচনে ৪১ কেন্দ্র গুরুত্বপূর্ণ

লালপুর প্রতিনিধি :
রাত পোহালেই তৃতীয় ধাপে নাটোরের লালপুরের ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। শনিবার (২৭ নভেম্বর ২০২১) ভোট সংক্রান্ত আইন-শৃংখলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, ওসি মো. ফজলুর রহমান প্রমুখ।
নির্বাচন উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ১ জন ম্যাজিস্ট্রেট, ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়াও ১১ জন ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স, ডিবি পুলিশ, ৩ প্লাটুন ৬০ জন বিজিবি, র্যাব  টহল থাকবে। নির্বাচনে ৯৩টি কেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ১০টি ইউপিতে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব।
নির্বাচনে ৯৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫৪৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক হাজার ৮৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২১ জন ও সাধারণ সদস্য পদে ৪১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১ লাখ ৪০৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ১৯২ জন। ভোট কেন্দ্র সংখ্যা ৯৩টি, ভোট কক্ষ সংখ্যা ৫৪৪টি।
শনিবার সকল কেন্দ্রে নির্বাচনের সরঞ্জামাদি পাঠানো হয়েছে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে রোববার কেন্দ্র সমূহে ব্যালট পেপার পৌঁছানো হবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিদ্রোহী) আওয়ামী লীগের ২৭ জন, বিএনপিসহ অন্যান্য ১২ জন এবং বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রার্থী ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। নির্বাচনী ব্যালট অনুযায়ী প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, লালপুরে এ টি এম জাহেদুল আলম ডলার (মটরসাইকেল), মো. আবু বক্কর সিদ্দিক পলাশ (নৌকা), মো. তায়েজ উদ্দিন (আনারস), মো. বাদশা আলমগীর (ঢোল) ও মনোয়ার হোসেন নান্টু (ঘোড়া); ঈশ্বরদীতে মো. আব্দুল আজিজ রঞ্জু (ঘোড়া), মো. আমিনুল ইসলাম জয় (নৌকা),
মো. আলী, ইমরান আলী (আনারস), মো. নজরুল ইসলাম (মটরসাইকেল) ও মোহাম্মদ আলী (চশমা);  চংধুপইলে মো. আব্দুলাহ আল মামুন অরেঞ্জ (ঘোড়া), মো. মুস্তাকীম বিল্লাহ (আনারস) ও মো. রেজাউল করিম (নৌকা); আড়বাবে মো. আব্দুল মজিদ (হাতপাখা), মো. আশরাফুল ইসলাম (মটরসাইকেল), মো. ইমদাদুল হক মিলন (নৌকা), মো. গোলাম মোস্তফা (আনারস), মো. মোকলেসুর রহমান (ঘোড়া), মো. মোশাররফ হোসেন (চশমা) ও মো. সাইফুল ইসলাম (টেবিলফ্যান);  বিলমাড়ীয়াতে মোছা. পারভীন আকতার বানু (নৌকা), মো. আসলাম উদ্দিন (মটরসাইকেল), মো. ছিদ্দিক আলী মিষ্টু (ঘোড়া) ও মো. মিজানুর রহমান মিন্টু (আনারস);
দুয়ারিয়াতে কাজী আব্দুস সামাদ (আনারস), মো. আতাউর রহমান (ঘোড়া), মো. আরকানুল ইসলাম দুলাল (চশমা), মো. ইসমাইল হোসেন (মটরসাইকেল), মো. নুরুল ইসলাম লাভলু (নৌকা) ও মো. বেলাল সরকার (হাতপাখা) ওয়ালিয়াতে মো. আনিছুর রহমান (নৌকা), মো. জয়নাল আবেদীন (আনারস) ও মো. নূরে আলম  সিদ্দিকী (ঘোড়া);  দুড়দুড়িয়াতে মো. আজিজুল আলম খাঁন মক্কেল (মটরসাইকেল), মো. আবুল কালাম আজাদ (ঘোড়া), মো. আব্দুল হান্নান (নৌকা), মো. কামাল উদ্দিন মুক্তার (রজনীগন্ধা) ও মো. তোফাজ্জল হোসেন তোফা (আনারস) অর্জুনপুর-বরমহাটীতে (এবি) মো. আব্দুস সাত্তার (নৌকা) ও মো. গোলাম মোস্তফা আসলাম (আনারস) কদিমচিলানে মো. আনছারুল ইসলাম (ঘোড়া) ও মো. সেলিম রেজা (নৌকা)।