লালপুরে সরকারী সহায়তা প্রদান ও বাজার মনিটরিং

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী যাকাত ফান্ডের অর্থ প্রদান, আদি বাসী সম্প্রদায়ের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও বাজার ব্যবস্থাপনা মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ২৩ জনের মাঝে মোট ৪৪ হাজার টাকা প্রদান করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মহিদুল ইসলাম প্রমূখ।

এছাড়াও তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে সামাজিক দূরত্ত্ব বজায় রেখে আদি বাসী সম্প্রদায়ের ৬২ জন অসহায় দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও গোপালপুর রাজারে বাজার ব্যবস্থাপনা মনিটরিং করেন।

এসময় তিনি মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে এবং শারিরীক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে সকলের প্রতি আহবান জানান।

লালপুরে আরো ১ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, ওটি লকডাউন