বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে  বিএনপির নেতৃবৃন্দ 

Paris
আগস্ট ৮, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর নাটোরের লালপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজ খবর ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু ঘটনাস্থল গুলো পরিদর্শন ও মতবিনিময় করেন।
 বিভিন্ন মন্দির কমিটি সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সন্ধ্যা রাতে দুর্বৃত্তরা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও জোতদৈবকী শিব মন্দির কমিটির সভাপতি স্কুল শিক্ষক দ্বীপেন্দ্রনাথ সাহার বাড়িতে হামলা করে। এরপর তাঁর ভাই নরেশ চন্দ্র সাহা ও প্রতিবেশী শিমুল সরকার, মাধবপুর পালপাড়াতে  দ্বীগেন্দ্রনাথ পাল ও রণেন্দ্রনাথ পালের বাড়িতে হামলা চালানো হয়।
এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বুধবার (৭আগষ্ট) বিকেল সাড়ে তিন টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঘটনাস্থলে গুলো পরিদর্শন ও মতবিনিময় করেন বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মতবিনিময় কালে তিনি বলেন, আপনারা নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের দলীয় কর্মীরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। দুষ্কৃতিকারী- সন্ত্রাসীদের কোন দল নেই, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা আপনাদের পাশেই আছি। এ সময় তিনি নিজ দলীয় নেতা কর্মীদের নিয়ে স্ব-স্ব এলাকায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেন।
 বিভিন্ন মন্দিরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের আহবায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু,  উপজেলা মৎসজিবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, লালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, মিন্টু আলী সহ লালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক  সহ  দলীয় নেতাকর্মী।
আরো উপস্থিত ছিলেন, বুধপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দিরের সভাপতি শ্রী শতদল কুমার পাল, সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা, ডাক্তার মুকুল সাহা, জোতদৈবকী শিব মন্দির কমিটি ও  উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সভাপতি  দ্বীপেন্দ্রনাথ সাহা, মাধবপুর শ্রী শ্রী কালী মন্দির কমিটির সভাপতি অসিত কুমার সাহা, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, নরেন্দ্রনাথ কুন্ডু, দ্বিজেন্দ্রনাথ কুন্ড তড়িৎ কুমার সাহা  প্রমুখ।

সর্বশেষ - রাজশাহীর খবর