লালপুরে মানবাধিকার আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন হলরুমে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেন্বর) দুপুরে দদড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ব্র্যাকের এর সহায়তায় নাটোর জেলা ব্যবস্থাপক আবু সাঈদ, বিশেষ অতিথি ছিলেন লালপুর এইচ আর এল এস অফিসার মোসাঃ চন্দনা খাতুন, পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিয়ারা খাতুন, ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রাহঃ) মাজার মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস, ইউনিয়নের সদস্য শাহাদত আলী, বেলায়েত হোসেন, আলতাব আলী, আব্দুল আজিত, সিমা খাতুন, লিলিয়ারা খাতুন প্রমূখ।

জেলা ব্যবস্থাপক বলেন, করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন বর্তমানে ব্র্যাক নারী আইন অধিকার বিষয়ক বিশেষ ভূমিকা পালন করছে বাল্যবিবাহ রোধ, যৌতুক নারী নির্যাতন সহ বিভিন্ন আইনি সহায়তা দিয়ে যাচ্ছে ।

স/রি